Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
১৭ ইসিবি চত্বর, থানচি
বিস্তারিত

থানচি সেতু তৈরিতে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন ১৭ ইসিবি,বাংলাদেশ সেনাবাহিনী'র সদস্যরা। তাদের কঠোর পরিশ্রমের ফলে এ সুন্দর সেতুটি নির্মান সহজ হয়েছে।

থানচি সকল আইন শৃংখলা কাজে তাদের ভূমিকা অনেক। এছাড়া নানা পর্যটন খাতে  ও তারা কাজ করে যাচ্ছে। যেমন তাদের রয়েছে টুরিষ্টদের জন্য থাকার সু ব্্যবস্থা  ও খাওয়া দাওয়ার  সুযোগ।  থানচি যেহেতু সীমান্ত এলাকা সুতরাং সবসময় এদের সচেতন থাকতে হয়। বান্দরবান জেলার দক্ষিণ-পূর্বাংশ জুড়ে ২১°১৫´ থেকে ২১°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°২০´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে থানচি উপজেলার অবস্থান।[১] বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।[২] এ উপজেলার উত্তর-পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা, উত্তরে রুমা উপজেলা; পশ্চিমে লামা উপজেলাআলীকদম উপজেলা ও মায়ানমারেররাখাইন প্রদেশ; দক্ষিণে মায়ানমারের রাখাইন প্রদেশ এবং পশ্চিমে মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত।