কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
থানচি সেতু তৈরিতে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন ১৭ ইসিবি,বাংলাদেশ সেনাবাহিনী'র সদস্যরা। তাদের কঠোর পরিশ্রমের ফলে এ সুন্দর সেতুটি নির্মান সহজ হয়েছে।
থানচি সকল আইন শৃংখলা কাজে তাদের ভূমিকা অনেক। এছাড়া নানা পর্যটন খাতে ও তারা কাজ করে যাচ্ছে। যেমন তাদের রয়েছে টুরিষ্টদের জন্য থাকার সু ব্্যবস্থা ও খাওয়া দাওয়ার সুযোগ। থানচি যেহেতু সীমান্ত এলাকা সুতরাং সবসময় এদের সচেতন থাকতে হয়। বান্দরবান জেলার দক্ষিণ-পূর্বাংশ জুড়ে ২১°১৫´ থেকে ২১°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৯২°২০´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে থানচি উপজেলার অবস্থান।[১] বান্দরবান জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার।[২] এ উপজেলার উত্তর-পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা, উত্তরে রুমা উপজেলা; পশ্চিমে লামা উপজেলা, আলীকদম উপজেলা ও মায়ানমারেররাখাইন প্রদেশ; দক্ষিণে মায়ানমারের রাখাইন প্রদেশ এবং পশ্চিমে মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস