বান্দরবানের দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন থানছি উপজেলার প্রায় ২০হাজার মানুষের মধ্যে সেতুবন্ধ স্থাপন করে দিয়েছে বর্তমান সরকার। ২০১২ সালের ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন শুরু হয়। সাংগু নদীর ওপর চালু হওয়া ‘সেতুর’ কারণে এখানকার উত্পাদিত কৃষিপণ্য সহজেই পরিবহনের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। থানছি উপজেলা বাজারের বেশ কয়েক ব্যবসায়ী জানান, থানছি সেতু নির্মাণের ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য আগের চেয়ে অনেক বেড়ে গেছে। থানচি উন্নয়নের রূপকার এবং এই আসন থেকে পর পর ৫ বার নির্বাচিত সাংসদ বীর বাহাদুর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকায় এক সময়ের পিছিয়ে পড়া, অবহেলিত ও বঞ্চিত থানচি উপজেলাবাসী সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে শুরু করেছে। সেতু নির্মিত হওয়ায় ২০১২ সালের পর থেকেই থানচি উপজেলার প্রায় ২০ হাজার মানুষ মাত্র ৪ ঘণ্টায় জেলা সদরের সাথে যেকোনো যানবাহনে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস