জাতিগত বৈশিষ্ট্য আর প্রকৃতির অপার সৌন্দর্যের লীলানিকেতন থানচি উপজেলায় বাঙ্গালী ও ১১ টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস। এ উপজেলাটি বোমাং সার্কেলের অমত্মর্ভুক্ত। মিঃ কে.এস.মং বর্তমান রাজা/বোমাং সার্কেল চীফ। দেশি-বিদেশী পর্যটকের চাহিদার কারণে নাপাকুম, তিন্দু পাথর নদী, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং(বিজয়), ছাফা হাপং, ডিম পাহাড়, বড় বা রাজা পাথর ও ছোট পাথর(তিন্দু) ইত্যাদি পর্যটন কেন্দ্র হিসেবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।