থানচি সদরে বাস স্টেশন সংলগ্ন
থানচি ফরেস্ট রেঞ্জ অফিস, বান্দরবান।
বিবিধ প্রজাতির বনজ-ফলজ ও ঔষধি চারা উত্তোলন, উত্তোলিত চারা রাজস্ব মূল্যে ও বিনা মূল্যে জনসাধারণের মধ্যে বিতরণ, প্রশিক্ষণ দান, বনায়নে উদ্বুদ্ধ করণ, জোত পারমিট প্রদান, কাঠের পারমিট প্রদান, চলাচল পাস প্রদান, বনায়ন ইত্যাদি।
ভিশনঃআধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে বন, পরিবেশ ও জীব-বৈচিত্র সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন।
মিশনঃজনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বনভূমির সম্প্রসারণ, জীব-বৈচিত্র সংরক্ষণ, দারিদ্র বিমোচন ও বন্যপ্রাণী সংরক্ষণ।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
০১. পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা
০২. বন, জীব-বৈচিত্র ও বন্যপ্রাণী সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি, প্রটোকল এর বিধি বিধান অনুসরণ ও বাস্তবায়ন।
০৩. বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা।
০৪. জীব-বৈচিত্র সংরক্ষণ।
০৫. ইকো-ট্যুরিজম সম্প্রসারণ।
০৬. কার্বন Sequestration এবং কার্বন Trading.
০৭. জলবায়ু স্থিতিস্থাপক বনায়ন, নতুন বন সৃজন, বন সম্পদ আহরণ ও সরবরাহ করা।
০৮. ভূমি ভিত্তিক উৎপাদন ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা।
০৯. প্রাকৃতিক ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।
১০. বন ও সামাজিক বনায়ন কার্যক্রম সম্প্রসারণ।
১১. অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, বোটানিক্যাল গার্ডেন, ইকো-পার্ক, সাফারী পার্ক প্রভৃতিসহ সকল প্রটেক্টেড এরিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা।
অঙ্গীকারঃ
০১. সেবামূলক মনোভাব বৃদ্ধির পরিবেশ সৃষ্টি।
০২. অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারীর কাজের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণ।
০৩. জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
০৪. ইকো-সিস্টেম ও প্রাকৃতিক সৌন্দর্য লালন।
০৫. বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী রক্ষার্থে সহায়ক কর্মসূচী গ্রহণ।
০৬. অবসরে যাওয়া কর্মকর্তা/কর্মরচারীদের দূর্ভোগ লাঘবে ‘‘পেনশন সংক্রান্ত’’ বিষয়ে দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
০৭. যথাসময়ে উপকারভোগীদের অংশ বিতরণ।
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
জনাব খন্দকার গোলাম মাওলা | 01557-630464 |
ছবি | নাম | মোবাইল |
---|---|---|
![]() |
জনাব খন্দকার গোলাম মাওলা | 01557-630464 |
ছবি | নাম | মোবাইল |
---|
জনাব খন্দকার গোলাম মাওলা
রেঞ্জ কর্মকর্তা
মোবাইল নম্বর : ০১৫৫৭-৬৩০৪৬৫, ০১৭১১-৯৩৯৮৮৭
ই-মেইল : rangeofficerthanchi@gmail.com
থানচি সদরে বাস স্টেশন সংলগ্ন থানচি ফরেস্ট রেঞ্জ অফিস, বান্দরবান।