নাইদারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টিন শেড সেমি পাড়া বেড়ার ঘর। এতে চারটি কক্ষ রয়েছে। গৃহের আয়তন ৬০' x ২০' ফুট। বিদ্যারয়ের কোড নং- ৪১৫০৪০২০৬। বিদ্যালয়টি সি ক্যাটাগরি। জায়গার পরিমাণ ০.৬০ শতক।
তৎকালীন পূর্ব পাকিস্তানের সময়ের অর্থাৎ স্বাধীনতার পূর্বে উক্ত এলাকায় নাইংদারী নামে এক প্রভাবশালী ব্যক্তি ছিল। ঐ ব্যক্তির নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় নাইদারী পাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় শুরুর প্রারম্ভে বিদ্যালয়টি কাঁচা বেড়ার ছিল। ক্রমে এটিকে সেমি পাড়া ইট বেষ্টিত করে তৈরি করা হয়। বর্তমানে বিদ্যালয়ে চারটি কক্ষ আছে এবং তিনটি কক্ষে শ্রেণীর কার্যক্রম চালু রয়েছে। আর একটি কক্ষ অফিস রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
জনাব চাইঅংপ্রু মার্মা | ০১৫৫২৪৬৬৩৭৩ | hmnaidarypara.primary@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
উনু থোয়াই মার্মা | ০১৮৬৪১৪৭৬৬৭ | unuthowai@gmail.com |
![]() |
দেবেন্দ্র ত্রিপুরা | ০১৫৫৩২০৯৪৬৪ | debendratripura2015@gmail.com |
২০১১ইং সনে শিশু শ্রেণী- ১৫ জন, ১ম শ্রেণী- ২৬ জন, ২য় শ্রেণী- ১৬, ৩য় শ্রেণী- ১৬, ৪র্থ শ্রেণী- ১৫ জন, ৫ম শ্রেণী- ১১ জন।
২০১২ইং সনে শিশু শ্রেণী- ০৮ জন, ১ম শ্রেণী- ০৮ জন, ২য় শ্রেণী- ১৯, ৩য় শ্রেণী- ১৩, ৪র্থ শ্রেণী- ২১ জন, ৫ম শ্রেণী- ১৫ জন।
২০১৩ইং সনে শিশু শ্রেণী- ১০ জন, ১ম শ্রেণী- ০৫ জন, ২য় শ্রেণী- ১৪, ৩য় শ্রেণী- ১৬, ৪র্থ শ্রেণী- ১০ জন, ৫ম শ্রেণী- ২০ জন।
২০১৪ইং সনে শিশু শ্রেণী- ০৯ জন, ১ম শ্রেণী- ১৩ জন, ২য় শ্রেণী- ১৭, ৩য় শ্রেণী- ১৭, ৪র্থ শ্রেণী- ২৬ জন, ৫ম শ্রেণী- ১০ জন।
২০১৫ইং সনে শিশু শ্রেণী- ০৮ জন, ১ম শ্রেণী- ১৫ জন, ২য় শ্রেণী- ১৭, ৩য় শ্রেণী- ১৮, ৪র্থ শ্রেণী- ১৪ জন, ৫ম শ্রেণী- ২৪ জন।
বিগত ৩০/১১/২০১০ইং সনে পূনার্ঙ্গ কমিটি গঠন করে তা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অনুমোদনের মাধ্যমে ২০১১ ইং সনে তা পাশ হয়।
১। এস এম সি - ১১ জন
২। পিটিএ - ১১ জন
২০১১ইং সনে উত্তীর্ণ- ০৮ জন পাশের হার ১০০%
২০১২ইং সনে উত্তীর্ণ- ১৫ জন পাশের হার ১০০%
২০১৩ইং সনে উত্তীর্ণ- ১৮ জন পাশের হার ১০০%
২০১৪ইং সনে উত্তীর্ণ- ১০ জন পাশের হার ১০০%
২০১৩ইং সনে সাধারণ বৃত্তি ০২ জন
২০১০ ইং সালে ১৬ইং ডিসেম্বর বিজর দিবস অনুষ্ঠানের পিটি পারেট থানছি উপজেলা তৃতীয় পুরুস্কার অর্জন। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এর জন্ম বার্ষিকী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা বিভিন্ন পুরস্কার অর্জন এবং ২০১০ ও ২০১১ ইং সালে প্রাথমিক শিক্ষাপনী পরীক্ষা ১০০% পাশ অর্জন করেছে।
শতভাগ ভর্তিহার নিশ্চিত করা। ঝরে পরার হার নিশ্চিত করা। আধুনিক শিক্ষার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। বিদ্যালয় ভবন আধুনিকরণে সরকারকে প্রস্তাব করা ও ব্যবস্থাপনা কমিটি দক্ষতা বৃদ্ধি করা। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে থানছি উপজেলায় ছাত্র/ছাত্রীদের সুশিক্ষায় এগিয়ে নেওয়া।
মোবাইল নং- ০১৮৬০৫৭৯১০৪,
ই-মেইল : debendratripura2015@gmail.com